0

General Science

Q61. কোনটি অর্ধ-পরিবাহী (Semi-conductor) নয়?
লোহা
সিলিকন
জার্মেনিয়াম
গ্যালিয়াম
লোহা
Q62. আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?
ভর সংখ্যা সমান থাকে
নিউট্রন সংখ্যা সমান থাকে
প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
প্রোটন সংখ্যা সমান থাকে
প্রোটন সংখ্যা সমান থাকে
Q63. ভারী পানি (Heavy water) -এর সংকেত হচ্ছে—
HD2O2
2H2O2
H2O
D2O
D2O
Q64. জারণ বিক্রিয়ায় ঘটে—
ইলেক্ট্রন বর্জন
ইলেক্ট্রন গ্রহণ
ইলেক্ট্রন আদান-প্রদান
তড়িৎ ধনাত্মক মৌলের বা মূলকের অপসারণ
Q65. বিদ্যুতের উচ্চত্র ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায়—
ট্রান্সমিটারের সাহায্যে
সেট-আপ ট্রান্সফর্মারের সাহায্যে
সেট-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
এডাপটারের সাহায্যে
সেট-ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে
Q66. কাজ ও বলের একক যথাক্রমে—
নিউটন ও মিটার
জুল ও ডাইন
ওয়াট ও পাউন্ড
প্যাসকেল ও কিলোগ্রাম
জুল ও ডাইন
Q67. আকাশে বিদ্যুৎ চমকায়—
মেঘের অসংখ্য জলকনা/বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
দুইখণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
মেঘের অসংখ্য জলকনা/বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
Q68. কোন নিষ্ক্রিয় গ্যাসে (Inert gas) আটটি ইলেক্ট্রন নেই
হিলিয়াম
নিয়ন
আর্গন
জেনন
হিলিয়াম
Q69. এপিকালচার বলতে বুঝায়—
রেশমের চাষ
মৎস্য চাষ
মৌমাছির চাষ
পাখিপালন বিদ্যা
মৌমাছির চাষ
Q70. বিগ ব্যাং (Big Bang) তত্ত্বের আধুনিক তত্ত্ব— ব্যাখ্যা উপস্থাপন করেছেন—
স্টিফেন হকিং
জি লেমেটার
আব্দুস সালাম
এডুইন হাবল
স্টিফেন হকিং
Q71. বায়ুমণ্ডলে যে স্তরে তরঙ্গ প্রতিফলিত হয়—
স্ট্র্যাটোস্ফিয়ার
ট্র্যাপোস্ফিয়ার
আয়নোস্ফিয়ার
ওজোন স্তর
আয়নোস্ফিয়ার
Q72. অপটিক্যাল ফাইবার (Optical fiber) হচ্ছে—
খুব সরু এবং নমনীয় কাঁচ তন্ততর আলোক নল
খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তত নল
খুব সরু এনবেস্টোস ফাইবার নল
সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত হল
খুব সরু এবং নমনীয় কাঁচ তন্ততর আলোক নল
Q73. কম্পিউটার-টু-কম্পিটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়—
ই-মেইল
ইন্টারকম
ইন্টারনেট
টেলিকমিউনিকেশন
ইন্টারনেট
Q74. সমুদ্রের দ্রাঘিমাংশ নির্নয়ের যন্ত্রে নাম—
ক্রনোমিটার
কম্পাস
সিসমোগ্রাফ
সেক্সট্যান্ট
ক্রনোমিটার
Q75. প্রবল জোয়ারের কারণ, যখন—
সূর্য এক্স চন্দ্র পৃথিবীর সঙ্গে সমোকোণে অবস্থান করে
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে
পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
সূর্য, চন্দ্র এক্স পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
সূর্য, চন্দ্র এক্স পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
Q76. কোলেস্টেরল এক ধরণের—
অসম্পৃক্ত এলকোহল
জৈব এসিড
পলিমার
এমিনো এসিড
অসম্পৃক্ত এলকোহল
Q77. কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়—
মাটির ক্ষয় রোধের জন্য
মাটির অম্লতা বৃদ্ধির জন্য
মাটির অম্লতা হ্রাসের জন্য
মাটির জৈব পদার্থ বৃদ্ধির জন্য
মাটির অম্লতা হ্রাসের জন্য
Q78. কোন আলোক তরঙ্গে (Light spectrum) মানব চোখে দেখতে পাওয়া যায়?
১০ থেকে ৪০০ নে.মি.(nm)
৪০০ থেকে ৭০০ নে.মি. (nm)
১০০ মাইক্রোমিটার (μm) থেকে ১ মি (m)
১ মি (m)এর ঊর্ধ্বে
৪০০ থেকে ৭০০ নে.মি. (nm)
Q79. হীরক উজ্জবল দেখায় কারণ—
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
প্রতিসরনের জন্য
অপবর্ত্নের জন্য
প্রতিফলনের জন্য
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
Q80. মানব দেহে সাধারনত ক্রোমোজোম থাকে—
২৫ জোড়া
২৪ জোড়া
২৩ জোড়া
২০ জোড়া
২৩ জোড়া

Post a Comment

 
Top