0
আগে রূপ বিচারী তারপর গুণ বিচারী- তাই না । আর সেটাকেই সমর্থন জানাতে অসংখ্য ওয়েব ডেভেলপার –দের মতো আপনিও যখন ওয়েব পেজের মূল স্টাইল সংজ্ঞায়িত করার জন্য CSS শিখতে “ওয়ান মার্কেট ” সাইটটিতে এসেছেন। তারা নিশ্চয় জানেন যে, CSS হল একটি web Standard যা একজন ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার-কে ওয়েব পেজের আচারন বা নীতি সংজ্ঞায়িত করে দেয় ।


CSS এর Syntax সমূহঃ অন্যান্য ল্যাঙ্গুয়েজ এর মতো CSS নয় বরং এটি কতকগুলি property এর value নির্ধারণ করার ভাষা। ধরুন আমরা CSS এর মাধ্যমে

এলিমেন্টের কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার ও ফরগ্রাউন্ড কালার নির্ধারণ করতে চান তাহলে আপনাকে CSS এর নিন্মোক্ত কোড করতে হবেঃ

Post a Comment

 
Top