0
আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটিতেও আমরা সিএসএসের ট্রানজিশন ও ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করবো। তবে বিগত পর্বে আমরা বিভিন্ন প্রপার্টি/ট্যাগ নিয়ে আলোচনা করে ছিলাম। কিন্তু আজকের টিউটোরিয়ালটিতে সেই সব প্রপার্টি/ট্যাগ ব্যবহার করে কিছু কাজ করা হয়েছে। যেমন: ফর্ম স্টাইল, বাক্স হোভার স্টাইল, ইমেজ হোভার ইফেক্ট, ছবিকে ঘুরানো ইত্যাদি। এইসব উদাহরণের মাধ্যমে সিএসএসের ট্রানজিশন ও ট্রান্সফর্মের বাস্তব জীবনে মানে ওয়েবসাইটে কিভাবে ব্যবহার করা যায়, তাই বোঝানোর চেষ্টা করা হয়েছে।

Post a Comment

 
Top