0
আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত টিউটোরিয়ালটিতে অনুভূমিক, উল্লম্ব ও ড্রপ-ডাউন এই তিন ধরনের মেনু নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের টিউটোরিয়ালটিতেও আমরা ড্রপ-ডাউন মেনু নিয়ে কাজ করবো। তবে আজকে সেই ড্রপ-ডাউন মেনুটি আরেকটু জটিল ভাবে তৈরি করা হয়েছে। আর তা হলো ড্রপ-ডাউন মেনুর মাঝে আইকন যুক্ত করা হয়েছে। অনেক সময় আমরা দেখি মেনুতে বিভিন্ন আইকন যুক্ত করা হয়। সেই আইকন যুক্ত করা মেনু কিভাবে তৈরি করতে হয়, সেই বিষয়টি নিয়েই আমাদের আজকের টিউটোরিয়াল।
এছাড়া এই টিউটোরিয়ালটিতে আমরা কিভাবে গ্রাডিয়েন্ট ইফেক্ট সম্পন্ন বাটন তৈরি করা যায়, তা নিয়েও আলোচনা করা হয়েছে। একটি বাটনকে কিভাবে আরও আকর্ষনীয় করে তৈরি করা যেতে পারে তাই দেখানো হয়েছে।

Post a Comment

 
Top