0
আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি, আর তা হলো দ্রুপাল। যারা দ্রুপালের কিছুই পারেন না তাদের কথা মাথায় রেখে এই টিউটোরিয়াল সিরিজে দ্রুপালের মৌলিক বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যারা নতুন, কিন্তু দ্রুপাল শিখতে আগ্রহী তাদের জন্য আশা করি এই টিউটোরিয়াল সিরিজটি অনেক উপকারে আসবে। সুতরাং কথা না বাড়িয়ে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক দ্রুপালের সুবিধা গুলো:
  • ওপেন সোর্স কনটেন্ট মেনেজমেন্ট সিস্টেম
  • এসইও বান্ধব ওয়েবসাইট তৈরিতে বিশেষ ভাবে উপযোগী
  • ইউজার পরিচালনা করার জন্য শক্তিশালী ব্যবস্থা
  • ব্লগ ও ফোরাম তৈরির সুবিধা
  • সহজেই ডাইনামিক ওয়েবসাইট তৈরির সুবিধা
  • মন্তব্য করার সুবিধা
  • শক্তিশালী ও নানা সুবিধা সম্পন্ন যোগাযোগের ব্যবস্থা
  • শক্তিশালী সার্চ ইঞ্জিন
  • সামাজিক নেটওয়ার্কিং এর শক্তিশালী ব্যবস্থা
  • বিষয়বস্তু ট্যাগিং এর সুবিধা
  • ইকমার্স ওয়েবসাইট তৈরির সুবিধা
সুতরাং বোঝাই যাচ্ছে দ্রুপাল আমাদের জন্য খুব সহজে নানা সুবিধা সম্পন্ন, বিনামূল্যে ও পছন্দ মত ওয়েবসাইট তৈরির সুযোগ করে দিয়েছে। তো এবার হলো দ্রুপাল ইনস্টল করার পালা। তার জন্য প্রথমেই আপনাকে দ্রুপালের ফাইলটি ডাউনলোড করে নিতে হবে।

আপনার হোস্টিং সার্ভারে দ্রুপাল ইনস্টল করার পূর্বে জেনে নিন আপনার হোস্টিং কোম্পানি দ্রুপাল সমর্থন করে কিনা। আর আপনার কম্পিউটারকে লোকাল সার্ভার তৈরি করার জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে তার মাঝে একটি হলো আকুউয়া দ্রুপালের সাহায্যে। কিন্তু আমরা সাধারণত যেটিতে বেশি অভ্যস্ত XAMPP, এই টিউটোরিয়ালটিতে এটিই ব্যবহার করা হয়েছে।

Post a Comment

 
Top