0
আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত দশটি পর্বে আমরা দ্রুপাল কিভাবে ইনস্টল করতে, দ্রুপালের মেনু, ড্যাশবোর্ড, শর্টকাট মেনু কিভাবে যুক্ত করতে হয়, ড্যাশবোর্ডের কোথায় কি রয়েছে, কোন মেনুর কাজ কি, ড্যাশবোর্ড কিভাবে সাজানো যেতে পারে, থিমের পরিবর্তন, নতুন আর্টিকেল কিভাবে পোস্ট করতে হয় এবং এদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সমূহ, যোগাযোগের ফর্ম কিভাবে তৈরি করতে হয়, মেনু কিভাবে যুক্ত করতে হয়, ওয়েবসাইটের লোগো, ফেভিকন কিভাবে পরিবর্তন করতে হয়, আর্টিকেল বা পেইজ প্রকাশিত করার কি কি সুযোগ-সুবিধা যুক্ত, পরিবর্তন বা পরিবর্ধন করা, ট্যাগ যুক্ত করা, ট্যাগ পরিবর্তন ও পরিবর্ধন করা, পোস্ট করার বিভিন্ন সুযোগ-সুবিধা যুক্ত করা, মন্তব্য, ব্লগ, ফোরাম, আরএসএস, জরিপ ও কাস্টম কনটেন্ট যুক্ত কিভাবে করা যেতে পারে, প্রোডাক্ট পেইজের ডিজাইন করা, ছবি কিভাবে পরিবর্তন করা, ইউজারদের বিভিন্ন সুবিধা যুক্ত করা, থিম নিয়ে আলোচনা, নতুন তথ্য যুক্ত করা, দ্রুপালের টেম্পলেট কিভাবে তৈরি করা, টেম্পলেট কিভাবে নিজের মত করে সাজানো যায় ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে।
আজকের টিউটোরিয়ালটিতে আমরা ড্রপ-ডাউন মেনু তৈরি, পেইজিনেশন, মডিউল ইত্যাদি নিয়ে কিছুটা আলোচনা করবো।

Post a Comment

 
Top