আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দ্রুপাল কিভাবে
ইনস্টল করতে হয় তা নিয়ে আলোচনা করে ছিলাম। আজকের টিউটোরিয়ালটিতে আমরা
দ্রুপাল ইনস্টল করার পর ওয়েবসাইটের ইন্টারফেস
নিয়ে আলোচনা করবো। এই টিউটোরিয়ালে দ্রুপালের মেনু, ড্যাশবোর্ডের সাথে
পরিচিত হবো।
এছাড়া প্রাথমিক কিছু কাজ দেখবো, যেমন শর্টকাট মেনু কিভাবে যুক্ত করতে হয়, ড্যাশবোর্ডের কোথায় কি রয়েছে, কোন মেনুর কাজ কি ইত্যাদি।

এছাড়া প্রাথমিক কিছু কাজ দেখবো, যেমন শর্টকাট মেনু কিভাবে যুক্ত করতে হয়, ড্যাশবোর্ডের কোথায় কি রয়েছে, কোন মেনুর কাজ কি ইত্যাদি।
Post a Comment