0
আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা এইচটিএমএল৫ এর দশটি ফর্ম ট্যাগ নিয়ে কাজ করেছিলাম। আজকের টিউটোরিয়ালটিতে আমরা এইচটিএমএল৫ এর বাকি দশটি ফর্ম ট্যাগ নিয়ে কাজ করবো। যদিও প্রতিটি ট্যাগ এখনও সব কয়টি ব্রাউজার সমর্থন করে না।

আশা করা যায় অতি শীগ্রই সব ব্রাউজারই সমর্থন করবে। এইচটিএমএল৫ এর নতুন ট্যাগ গুলো আমাদের অনেক সুবিধা করে দিয়েছে। পূর্বে আমাদের ফর্ম ভালিডেশন করার জন্য বিশাল জটিল জটিল কোডিং করার প্রয়োজন পড়তো, এখন আর সেটির কোনও দরকার নেই। খুব সাধারণ এক শব্দের একটি ট্যাগ ব্যবহার করেই আমাদের কাজ শেষ!

Post a Comment

 
Top