0
আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমরা এইচটিএমএল৫ এর ফাইল আপলোডের বিভিন্ন এট্রিবিউট সম্পর্কে আলোচনা করবো। আমাদের ওয়েবসাইটে অনেক সময়ই ফাইল আপলোড করার দরকার পড়ে।

তাই এই পর্বে আমি চেষ্টা করেছি ফাইল আপলোডের বিভিন্ন স্টাইল, ডিজাইন ও ধরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু এইচটিএমএল৫ এখনও নির্মানাধীন তাই অনেক ট্যাগ সব ব্রাউজার সমর্থন নাও করতে পারে। এছাড়া আরও নতুন নতুন এট্রিবিউট সম্পর্কে জানতে চোখ রাখুন W3C ওয়েবসাইটে।

Post a Comment

 
Top