আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিজাইন করতে গেলে আমাদের প্রায়ই
বিভিন্ন কিছু লেখার দরকার পরে। তার জন্য আমাদের টেক্সট টুলসটির উপর বিশেষ
দখল থাকা প্রয়োজন। আর তাই আজকের টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে টেক্সট
টুলসটি নিয়ে। একটি লেখাকে বিভিন্ন ভাবে ডিজাইন কিভাবে করা যায় তা নিয়েই
এই টিউটোরিয়ালটিতে বিশেষ ভাবে আলোচনা করা হয়েছে।
আশা করি এই
টিউটোরিয়ালটি দেখার পর টেক্সট টুলসটি নিয়ে আপনাদের আর কোন ভয় থাকবে না,
যদিও এটি তেমন কোন জটিল টুলস নয়।

Post a Comment