0
আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটিতে সিলেকশন টুলস, ডাইরেক্ট সিলেকশন টুলস ও মেজিক সিলেকশন টুলস নিয়ে কাজ করবো। এই তিনটি টুলসের কাজ প্রায় একই। কোন পরিবেশ পরিস্থিতিতে আপনি কোনটি প্রয়োগ করবেন তা আপনি নিজেই বুঝবেন। সুক্ষভাবে আপনার কাজের নির্দিষ্ট অংশকে বাছাই করার জন্য এই তিনটি টুলস কাজ করে থাকে। নির্দিষ্ট অংশকে বাছাই করার জন্য অনেক সময় তিনটি টুলস দিয়েই করা যায়, আবার অনেক সময় একটি  নির্দিষ্ট টুলসকে বেছে নিতে হয়।


সুতরাং এটি পরিবেশ পরিস্থিতিই বলে দিবে আপনার কোনটি প্রয়োজন।

Post a Comment

 
Top