0
আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে নতুন একটি টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। জাভাস্ক্রিপ্ট ইন্টারনেট এ সবচেয়ে জনপ্রিয় স্ক্রিপ্টিং ভাষা। জাভাস্ক্রিপ্ট এর অফিসিয়াল নাম হলো ECMAScript. কথা না বাড়িয়ে সরাসরি  কাজের কথায় চলে আসি।
জাভাস্ক্রিপ্ট অথবা এর মাঝে রাখা যায়। উদাহরণস্বরূপ:
অথবা,
আবার এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট বসানোর জন্য:
জাভাস্ক্রিপ্ট কোড হলো জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট সমূহের একটি সিকুয়েন্স। প্রতিটি স্টেটমেন্ট যে সিকুয়েন্স এ লেখা হয় সেই অনুযায়ী দেখিয়ে থাকে। যেমন:

জাভাস্ক্রিপ্টে কমেন্ট করার জন্য “//” ব্যবহার করা হয়। তবে মাল্টি-লাইনের জন্য “/* কমেন্ট  */” ব্যবহার করা হয়।
আশা করি, ভিডিওটি দেখলে আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।

Post a Comment

 
Top