আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা জুমলা মডিউল নিয়ে
কাজ করবো। এই টিউটোরিয়ালটিতে এক্সটার্নাল মডিউল কিভাবে যোগ করতে হয় ও
সেগুলো কিভাবে কাজ করে সেই সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এই টিউটোরিয়ালে
দুটি মডিউল যোগ করে দেখানো হয়েছে। প্রথমটি হলো জুমলা ব্যাকআপ।
এটির জন্য আকিবা ব্যাকআপ মডিউলটি ব্যবহার করা হয়েছে। নাম শুনেই বুঝতে পারছেন এটি জুমলা ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়। অপরটি হলো এক্সম্যাপ। এটির কাজ হলো সাইটম্যাপ তৈরি করা।

Post a Comment