আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা জুমলা সেটআপ দিয়ে
ছিলাম। আজকের পর্বে আমরা জুমলার অ্যাডমিন ইন্টারফেসটির সাথে পরিচিত হবো।
বিভিন্ন মেনু, তার কাজ, সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা জুমলার
কোন ভার্সনটি ব্যবহার
করছি, জুমলার সেটিং, ছবি বা অন্যান্য ফাইল আপলোড করা ইত্যাদি বিষয় নিয়ে
এই পর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোন অপশনের মাধ্যমে কি পরিবর্তন করা
যায় তা দেখানো হয়েছে।

Post a Comment