আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন।
 আজকের পর্বে আমরা মেনু মেনেজারের কাজ দেখবো। একাধিক মেনু কিভাবে তৈরি করা 
যেতে পারে তা নিয়ে এই টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একাধিক 
মেনু বলতে হেডার, ফুটার, সাইডবার ইত্যাদি জায়গায় কিভাবে মেনু যুক্ত করা 
যায় তা দেখানো হয়েছে।

এই টিউটোরিয়ালটিতে আরেকটি যে বিষয় 
দেখানো হয়েছে তা হলো মেনু সমূহকে কিভাবে পাশাপাশি বসানো যায়। এছাড়া 
ড্রপ-ডাউন মেনু কিভাবে তৈরি করা যায় এবং এর সমস্যা-সমাধান নিয়ে আলোচনা 
করা হয়েছে।
Post a Comment