0
আশা করি বন্ধুরা ভালো আছেন। এই পর্ব থেকে আমরা অফ পেইজ নিয়ে কথা বলবো। আমরা ধরে নিচ্ছি আপনার ওয়েবসাইটের অন পেইজ এসইও সম্পূর্ণ শেষ হয়েছে, কেবল মাত্র তখনই আপনি অফ পেইজ এসইও নিয়ে ভাবতে পারেন।
অফ পেইজ এসইও এর শুরুতেই আপনাকে যা করতে হবে তা হলো, তিনটি ফানপেইজ তৈরি করতে হবে গুগল প্লাসফেইসবুক ও টুইটারে। তবে শুধু এই তিনটি ফানপেইজ তৈরি করলেই যে হবে তা নয়। কিন্তু এই তিনটি হচ্ছে কমন। এছাড়াও আপনি আরো অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক ওয়েবসাইটে ফানপেইজ তৈরি করতে পারেন। এটি আসলে নির্ভর করে আপনার ওয়েবসাইটের উপর। যেসব সাইট গুলোতে আপনার টার্গেট ইউজারদের আনাগোনা বেশি সেইসব সাইটকে আপনার টার্গেট করে আপনার ফানপেইজ তৈরি করতে হবে।
ফানপেইজ তৈরি করার পর প্রথম কাজ হলো ওই ফানপেইজে ইউজার নিয়ে আসা। তার জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। তবে কিছু ওয়েবসাইট রয়েছে যারা এই ইউজার আনতে সাহায্য করে। ঐসকল ওয়েবসাইটের একটি তালিকা নিচে দেওয়া আছে। তবে এটি সঠিক পন্থা নয়। যদি আপনার ফানপেইজকে সাসপেন্ড করে দেয় সেটির জন্য তখন আমাকে দোষারোপ করতে পারবেন না।
 Download Now
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।

Post a Comment

 
Top