0
আশা করি বন্ধুরা ভালো আছেন। আমি শুরু থেকে বলে আসছি, আমাদের ইউজার ও সার্চ ইঞ্জিন উভয়ের জন্য আরামদায়ক ওয়েবসাইট তৈরি করতে হবে।
আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো:
  • একটি. Htaccess (হাইপারটেক্সট এক্সেস) ফাইল একটি ডিরেক্টরি-স্তরের কনফিগারেশন ফাইল, ওয়েব সার্ভার কনফিগারেশন পরিচালনার জন্য সাহায্য করে থাকে।
  • XML সাইটম্যাপ: এই সাইটম্যাপটি সার্চ ইঞ্জিনের জন্য তৈরি হয়ে থাকে।
  • Robots.txt: আপনি সার্চ ইঞ্জিনকে আপনার সাইটের কোন পেইজটিতে প্রবেশাধিকার দিবেন আর কোনটিতে দিবেন না তা নির্ধারণ করে।

আপনার ওয়েবসাইট ইউজারকে পর্যবেক্ষণ করার জন্য দুটি জনপ্রিয় সাইট হচ্ছে: গুগল এনালাইটিক ও গোস্কয়ার্ড
তো বন্ধুরা আজ এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।

Post a Comment

 
Top