0
আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। আমরা গত পর্বে থিম নিয়ে কথা বলছিলাম। এই পর্বে একটি পেইজের ধরন কিভাবে পরিবর্তন করা যায়, এই বিষয়টি আলোচনা করা হয়েছে। আমরা অনেকেই জানি না Twenty Eleven থিমে কোনো প্লাগিন যুক্ত করা ছাড়াই স্লাইডশো ও সাম্প্রতিক পোস্ট সমূহ দেখানো যায়। এখানে তা দেখানো হয়েছে।
আমরা আগেই বলেছি একেক প্লাগিনের কাজ একেক রকম। কোনো প্লাগইনের কাজ widget তৈরি করা। widget এর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের সুবিধা যুক্ত করা। পেইজের সাইডবার, ফুটার অথবা অন্য কোনো স্থানে প্রয়োজনীয় সুবিধা যুক্ত করে থাকে। এই টিউটোরিয়ালে widget এর কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Post a Comment

 
Top