0
আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের পেইজ এবং পোস্ট নিয়ে কথা বলবো।ওয়ার্ডপ্রেসে নতুন পেইজ এবং পোস্ট যুক্ত করতে গেলে আমরা দেখবো দুইটি দেখতে একই রকম। কিন্তু ওয়ার্ডপ্রেসের পেইজ এবং পোস্ট দুইটি আলাদা।
ওয়ার্ডপ্রেসের পেইজের মূল বৈশিষ্ট হলো:
  • পেইজে লেখকের নাম থাকে না।
  • কোনো ট্যাগ ব্যবহার করা হয় না।
  • কোনো কেটাগরি ব্যবহার করা হয় না।
  • প্রকাশের তারিখ বা সময় উল্লেখ করা হয় না
আর পোস্টের ক্ষেত্রে পুরোপুরি উল্টা। ওয়ার্ডপ্রেসের পোস্টের মূল বৈশিষ্ট হলো:
  • পেইজে লেখকের নাম থাকে।
  • কোনো ট্যাগ ব্যবহার করা হয়।
  • কোনো কেটাগরি ব্যবহার করা হয়।
  • প্রকাশের তারিখ বা সময় উল্লেখ করা হয়।
এই টিউটোরিয়ালে কিভাবে একটি পোস্ট তৈরি করা যায় তা আলোচনা করা হয়েছে। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।

Post a Comment

 
Top