0
খেলার প্রতি এমন কোনো মানুষ না যে একটু হলে ও আসক্ত। তা যদি হয় আবার ক্রিকেট বিশ্ব কাপ।  যা বাংলার ঘরে ঘরে ক্রিকেট এক  প্রাচীন সভ্যতার আদিম খেলা।   
আমরা হয়ত ফুটবল বিশ্ব কাপ যেতে পারব কিনা জানি না তবে ক্রিকেট বিশ্ব কাপ ছিনিয়ে আনতে পারে যে কোনো দিন যা আমাদের আজকের বাস্তবতা।

ক্রিকেট বিশ্ব কাপ ২০১৫ সকাল খেলা সরাসরি অনলাইন দেখতে এবং খেলার সময় সূচী পিডিএফ আকারে ও ইমেজ আকারে ডাউনলোড করুন। 

আজ আপনাদের সাথে শেয়ার করব কি ভাবে লোডিং ছাড়া বা বাফারিং ছাড়া ক্রিকেট বিশ্ব কাপ ২০১৫ টেলিভিশনে দেকতে পারবেন। নিম্ন টেলিভশন গুলো সরাসরি দেখাবে।

খেলা দেখার সময় সূচী : ডাউন লোড



দেখার সময় মনিটরের মধ্যে বিজ্ঞাপন ক্লিক করবেন না। শুধু ক্লোসে(X)ক্লিক করুন। নয় তো অপেক্ষা করুন। 



Post a Comment

 
Top