0
আশা করি সবাই ভালো আছেন। আগের টিউটোরিয়ালগুলো আশা করি ভালোভাবে চর্চা করেছেন। আজ আমরা পিএইচপির ফাংশন নিয়ে কিছু কথা বলব। পিএইচপির আসল শক্তি আসে এর ফাংশন থেকে। পিএইচপিতে সাতশটিরও বেশি বিল্টইন ফাংশন আছে। ফাংশনের কার্যক্ষমতা আরো বাড়ানোর জন্য আমরা পেরামিটার যোগ করে থাকি। পেরামিটারগুলো ফাংশনের নামের পর পেরেন্থেসিসের মাঝে নির্দিষ্ট করে দেওয়া হয়। একটি ফাংশনকে একটি ভালু দেখাতে রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করা হয়।
পিএইচপিতে $_GET ও $_POST ভেরিয়েবলগুলো ইউজার ইনপুট জাতীয় ফর্ম থেকে তথ্য পুনরুদ্ধার করে নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়। এই টিউটোরিয়ালটিতে ফর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পুরো টিউটোরিয়ালের ফাইল শেষ পর্বে জিপ করে দেওয়া হবে। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।

Post a Comment

 
Top