0
আশা করি সবাই ভালো আছেন। আগের টিউটোরিয়ালগুলো আশা করি ভালোভাবে চর্চা করেছেন। আজ আমরা পিএইচপির কুকি ফাংশন ও ইমেইল প্রেরণ নিয়ে কিছু কথা বলব।
কুকি অধিকাংশ সময়ই একজন ইউজারকে সনাক্ত করতে ব্যবহার করা হয়। কুকি হলো ছোট একটি ফাইল যা কোনো সার্ভার ইউজারের কম্পিউটারে এমবেড করে দেয়। প্রতিবার একই কম্পিউটার ব্রাউজারের মাধ্যমে একটি পেইজের অনুরোধ পাঠালে তা কুকিকেও পাঠায়। পিএইচপিতে কুকির ভ্যালুকে তৈরি ও পুনরুদ্ধার উভয়ই করতে পারবেন। কুকি সেট করার জন্য setcookie() ফাংশন ব্যবহার করা হয়। setcookie() ফাংশনটি অবশ্যই ট্যাগের আগে থাকতে হবে। এর সিনট্যাক্সটি হলো: setcookie(name, value, expire, path, domain);
কোনো কুকির ভ্যালুকে পুনরুদ্ধার করার জন্য $_COOKIE ভেরিয়েবলটি ব্যবহার  হয়। কুকির মত সেশন তথ্য অস্থায়ী ও ইউজার ওয়েবসাইট থেকে বেরিয়ে গেলে সেগুলো মুছে যায়। যদি স্থায়ীভাবে সংরক্ষণ করতে হয় তবে ডেটাবেজে প্রতিটি ইউজারের জন্য আইডি তৈরি করে সংরক্ষণ করতে পারি। এই আইডিটি হয় একটি কুকিতে সংরক্ষিত থাকে নয়তো URL এর মাঝে সঞ্চালিত হয়। পিএইচপি সেশনে ইউজার তথ্য সংরক্ষণের পূর্বে প্রথমে আপনাকে অবশ্যই সেশনটি শুরু করতে হবে। এক্ষেত্রে session_start() ফাংশনটি অবশ্যই ট্যাগের আগে রাখতে হবে। সেশন ডেটা মুছে ফেলতে unset() বা session_destroy() ফাংশন ব্যবহার করা হয়।
পিএইচপির mail() ফাংশনটি একটি স্ক্রিপ্টের ভিতর থেকে ইমেইল পাঠানোর জন্য ব্যবহার করা হয়। এর সিনট্যাক্সটি হলো: mail(to,subject,message,headers,parameters)
টিউটোরিয়ালটিতে কিভাবে ইমেইল পাঠানো যায় ও ইমেইল ইনজেকশন বন্ধ করা যায় তা বিস্তারিত দেখানো হয়েছে।
তো বন্ধুরা আজ এই পর্যন্তই। পুরো টিউটোরিয়ালের ফাইল শেষ পর্বে জিপ করে দেওয়া হবে। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে

Post a Comment

 
Top