0
আসসালামুআলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি নতুন টিউটোরিয়াল সিরিজ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, আর সেটি হলো এডোবি ইলাস্ট্রেটর। গ্রাফিক্সের কাজ করেন কিন্তু এই সফটওয়্যারটির নাম জানেন না, এমন লোক খুঁজে পাওয়া দুস্কর। এডোবি ইলাস্ট্রেটরের কথা আসলেই দুটি কথা মনে আসে, রাস্টার এবং ভেক্টর।

রাস্টার গ্রাফিক্স:

ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল স্ক্যানার বা পিক্সেল এডিটিং প্রোগ্রাম (যেমন: এডোবি ফটোশপ) দিয়ে রাস্টার গ্রাফিক চিত্র তৈরি হয়। রাস্টার ইমেজ একটি ম্যাট্রিক্স (গ্রিড) বা বিটম্যাপের ডিজিটাল ছবি উপাদান (পিক্সেল) দিয়ে গঠিত হয়। কালো, সাদা, ধূসর বা রঙিন বর্গক্ষেত্র অথবা আয়তক্ষেত্র দিয়ে সাধারণত পিক্সেলগুলো তৈরি হয়। রাস্টার গ্রাফিক চিত্রকে খুব সহজে ভেক্টর গ্রাফিক চিত্রে রুপান্তরিত করা যায় না। এমনকি মাঝে মাঝে এটি অসম্ভব। এমনকি এটি বড় ছোট করতে গেলেও সমস্যায় পড়তে হয়। ওয়েবসাইটে ব্যবহারের জন্য এটি ভালো কিন্তু যখনই পরিবর্তন, পরিবর্ধন বা প্রিন্ট করতে যাবেন তখনই নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
সুবিধা:

  • অনেক ক্ষুদ্র বিন্দু, বা পিক্সেলে অন্তর্ভুক্ত, যার ফলে সুনির্দিষ্ট পরিবর্তনে সহায়ক
  • বাস্তবিক, সম্পূর্ণ রঙিন ও ক্যামেরায় তোলা ছবির জন্য ভালো
  • যেহেতু প্রতিটি পিক্সেল একটি বিভিন্ন রঙ সমৃদ্ধ হয়, তাই প্রতিটি পিক্সেল নিয়ে কাজ করা সম্ভব
অসুবিধা:

  • যেহেতু প্রতিটি পিক্সেল একটি বিভিন্ন রঙ সমৃদ্ধ হয়, তাই ফাইলের সাইজও বড় হয়
  • এটি নিয়ে কাজ করতে গেলে আপনার অনেক সময় নষ্ট হতে পারে, এমনকি সিস্টেম মন্থর হয়ে যেতে পারে
  • যখন এটিকে বড় করা হয়, তখন এটির গুনগত মান ঠিক না থাকাটাই স্বাভাবিক

 

ভেক্টর গ্রাফিক্স:

ভেক্টর গ্রাফিক্স সাধারণত অঙ্কন বা চিত্রণ প্রোগ্রাম ব্যবহার করে তৈরি করা হয় (যেমন: এডোবি ইলাস্ট্রেটর) এবং গাণিতিকভাবে জ্যামিতিক আকারে লাইন, অবজেক্ট ও ফীল নিয়ে তৈরি। যেহেতু ভেক্টর মাত্রা ও দিক উভয়টির দিকে নজর দেওয়া হয়, ফলস্বরূপ এটি মাত্রার প্রতিনিধিত্ব করে এবং স্থান যার অভিযোজন দিক উপস্থাপন করে গঠিত হয়। কথাটি সহজ ভাষায় বলতে গেলে, এটি দৈর্ঘ্য ও প্রস্থে সমানভাবে জায়গা ভরাট করে বিধায় গ্রাফিক চিত্রটি ফাটে না। তাই গ্রাফিক চিত্রটির সাইজ পরিবর্তন বা পরিবর্ধন করার ফলে গুণমান খারাপ হয় না। ভেক্টর গ্রাফিক চিত্রকে খুব সহজে রাস্টার গ্রাফিক চিত্রে কোনো ধরনের সমস্যা ছাড়াই রুপান্তরিত করা যায়। সুতরাং বুঝতেই পারছেন ওয়েব বা প্রিন্ট যেকোনো কাজের জন্যই এটি ভালো।
সুবিধা:

  • ভেক্টর চিত্র বড় করা হলে অনেক গুলো পিক্সেল যুক্ত করে ছবির গুনগত মান বজায় রাখে
  • ভেক্টর চিত্র বড় করা হলে কোথায় কোন রং দ্বারা তার খালি জায়গা পূরণ করতে হবে তা বুঝতে পারে
  • যেকোনো রং ব্যবহার করে একক রং বা গ্রেডিয়েন্ট এর জায়গা পূরণ করতে পারে
অসুবিধা:

  • ভেক্টর ইমেজ সাধারনত সামান্য ভ্যারিয়েন্স সঙ্গে একক রং দ্বারা তৈরি
  • ভেক্টর ইমেজ প্রাথমিকভাবে ছাপানোর জন্য সংরক্ষিত

Post a Comment

 
Top