0
জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল এর তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা পপআপ বক্স, লুপ নিয়ে আলোচনা করব।
কোনো কাজ পরিচালনার জন্য ইউজারকে নিশ্চিত কোনো তথ্য দেবার জন্য অনেক সময় এলার্ট বক্স ব্যবহার করা হয়। এটি লেখার নিয়ম:
ইউজারকে কোনো কিছু যাচাই করার জন্য কনফার্ম বক্স ব্যবহার করা হয়। ইউজারকে “OK” অথবা “Cancel” ক্লিক  হয়। এটি লেখার নিয়ম:
আপনি যদি চান যে, ইউজার কোনো পেইজে প্রবেশের আগে একটি ভ্যালু প্রবেশ করবে সেক্ষেত্রে প্রম্পট  বক্স ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ:
ফাংশন থেকে রিটার্নকৃত ভ্যালুকে সবিস্তারে পরিস্কারভাবে বর্ণনা করার জন্য রিটার্ন স্টেটমেন্ট ব্যবহার করা হয়। যেমন:
আপনি যখন কোড লিখেন তখন প্রায়ই চান যে একই কোড ব্লক বারবার একটি রো-তে রান করুক। এইজন্য স্ক্রিপ্ট এ একই ধরনের লাইন বারবার না লিখে ওই কাজটি করার জন্য ব্যবহার করা হয়।
ফর লুপ:
হোয়াইল লুপ:

ডু-হোয়াইল লুপ:
বাসায় এই কোড গুলো ভালোভাবে চর্চা করুন। ধন্যবাদ।

Post a Comment

 
Top