0
জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল এর পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্ট এর কিছু গুরুত্বপূর্ণ অবজেক্ট নিয়ে আলোচনা করব।
স্ট্রিং এর দৈর্ঘ্য খুজতে length প্রপার্টিকে ব্যবহার করা হয়।
স্ট্রিংকে স্টাইল করার জন্য নিচের কোড ব্যবহার করা যায়:
একটি স্ট্রিং এ নির্দিষ্ট একটি স্ট্রিং ভ্যালুর প্রথম অকারেন্সটির পজিশন রিটার্ন করতে indexOf() মেথড ব্যবহার করা যায়।
একটি স্ট্রিং এ নির্দিষ্ট একটি স্ট্রিং ভ্যালু খুজতে হয় ও তা পেলে রিটার্ন করতে match() মেথড ব্যবহার করা যায়।
একটি স্ট্রিং এর মাঝে কিছু ক্যারেক্টারকে ভিন্ন কিছু ক্যারেক্টার এর মাধ্যমে রিপ্লেস করতে replace() মেথড ব্যবহার করা যায়।
getTime() ব্যবহার করে কিভাবে বছর গণনার জন্য:
নির্দিষ্ট একটি দিন সেট করার জন্য setFullYear() মেথড ব্যবহার করা যায়।
আজকের তারিখকে (UTC অনুযায়ী) একটি স্ট্রিং এ রুপান্তরিত করতে toUTCString() মেথড ব্যবহার করা যায়।
একটি array ব্যবহার করে getDay() মেথড এর মাধ্যমে আজকের তারিখটি দেখানো যায়।

পরিপূর্ণ একটি ঘড়ির কোড:
বাসায় এই কোড গুলো ভালোভাবে চর্চা করুন। ধন্যবাদ।

Post a Comment

 
Top