0
এর আগের অংশে আমরা দেখেছিলাম কিভাবে একটি ওডেস্ক একাউন্ট তৈরী করতে হয়। আজকে আমরা দেখবো কিভাবে আপনার একাউন্ট এর জন্য একটি সুন্দর ও আকর্ষনীয় প্রোফাইল তৈরী করতে হবে। প্রোফাইল তৈরী করার জন্য প্রথমেই আপনার ওডেস্ক একাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর প্রথমেই দেখতে পাবেন “Create Your Profile” অপশন। ওখানে ক্লিক করুন।
প্রথমেই দেখতে পাবেন “display name as” অপশন। মানে আপনি কি আপনার নাম পুরোটা দিবেন নাকি অর্ধেক দিবেন তাই। তারপর যথাক্রমে প্রোফাইল পিকচার আপলোড, আপনার কাজের বা কোম্পানির টাইটেল নেম এবং আপনার বা আপনার কোম্পানির সম্পর্কে বর্ণনা, আওয়ারলী আপনার রেট দিতে হবে। তারপর আপনার ইংরেজী লেভেল, কোন ধরনের কাজ আপনি চাইছেন, প্রোফাইল ভিসিবিলিটি, ঠিকানা, শহর, দেশ, পোস্টাল কোড, ফোন নাম্বার দিয়ে “save profile and continue” বাটনে ক্লিক করতে হবে।
এখন হয়ে গেলো আপনার ওডেস্কের জন্য খুব সুন্দর ও আকর্ষনীয় প্রোফাইল। কেননা, একটি ভালো প্রোফাইলই পারে আপনাকে দ্রুত ও ভালো কাজ পাইয়ে দিতে।

Post a Comment

 
Top