0
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এর আগের অংশে আপরা দেখেছিলাম কিভাবে আপনি একটি সুন্দর প্রোফাইল তৈরী করতে হয়। যার ফলে আপনার প্রোফাইল ৩০% সম্পূর্ণ হয়েছিল। আজকে আমরা দেখবো, কিভাবে প্রোফাইলকে ১০০% সম্পূর্ণ করতে হয়।
ওডেস্কে প্রবেশ করার পর আমরা “complete profile” নামক অপশন দেখবো। সেখানেই প্রথমে ক্লিক করুন। এখানে গিয়ে প্রথমে আপনাকে আপনার “skill” যোগ করতে হবে। স্কিল বলতে, আপনি কোন কাজে পারদর্শী তা বোঝায়। তারপর আসবে, আপনার “employment history”। এখানে আপনাকে দিতে হবে আপনি কোথাও কাজ করেছেন কিনা বা করলেও কবে করেছেন, কোথায় করেছেন তা দিতে হবে। তারপর “education section” এ এসে আপনার শিক্ষাগত যোগ্যতা যোগ করতে হবে।
এবার আসুন “portfolio” অপশনে। এখানে আপনি আপনার পূর্বের তৈরী করা কোন কাজ স্যাম্পল হিসেবে যোগ করতে পারবেন। যেমনঃ আপনি আর্টিকেল লিখতে পারদর্শী। তাই, পূর্বে আপনার লিখা কোন আর্টিকেল থাকলে এখানে তা যুক্ত করে দিন।
আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী অংশে দেখাবো কিভাবে বাকী কাজ সম্পন্ন করে আপনার প্রোফাইল ১০০% সম্পূর্ণ করবেন।

Post a Comment

 
Top