0
আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা কীওয়ার্ড ও ট্যাগ নিয়ে আলোচনা করে ছিলাম। আজকে আমরা ওয়েবসাইটের কাঠামো নিয়ে কথা বলবো।
ধরুন আপনি একটি বাড়ি তৈরি করবেন। তবে সর্বপ্রথম আপনি কি করবেন? নিশ্চয়ই একজন প্রৌকোশলী দিয়ে বাড়ির ডিজাইন তৈরি করবেন। ঠিক তেমনি করে একটি ওয়েবসাইট তৈরির পূর্বে আপনাকে ওয়েবসাইটটির কাঠামো তৈরি করতে হবে। প্রতিটি পেইজ থেকে যেন যেকোনো পেইজে সহজেই যাওয়া যায়, এমন বেবস্থা থাকা বাধ্যতামূলক।
একজন ইউজার যাতে আপনার ওয়েবসাইটে হারিয়ে না যায় এবং খুব সহজে ইউজার যেন তার ইচ্ছা মতো পেইজে যেতে পারে তার জন্য একটি সাইটম্যাপ তৈরি করা যেতে পারে। এক কথায় পুরো সাইটটি এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে ইউজার ও সার্চ ইঞ্জিন উভয়ের জন্য সুবিধা হয়।
পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।

Post a Comment

 
Top