0
আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করে ছিলাম। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, যা অনেকেই এড়িয়ে যায়। কিন্তু এই বিষয় গুলো কখনই এড়িয়ে যাওয়া উচিত নয়।
  • ওয়েবসাইট লোডিং স্পীড: ওয়েবসাইটটি লোড হতে কত সময় নিচ্ছে তার জন্য আমরা গুগল ইনসাইট ব্যবহার করতে পারি।
  • ব্রাউজার উপযুক্ততা: ওয়েবসাইটটি প্রতিটি ব্রাউজার সমর্থন করছে কিনা তার জন্য আমরা ব্রাউজারল্যাব ব্যবহার করতে পারি।
  • এইচটিএমএলের কার্যকারীতা: এইচটিএমএলের কার্যকারীতা পরীক্ষার জন্য আমরা w3 validator ব্যবহার করতে পারি।
  • সিএসএসের কার্যকারীতা: সিএসএসের কার্যকারীতা পরীক্ষার জন্য আমরা w3 jigsaw ব্যবহার করতে পারি।
  • কনটেন্ট পরীক্ষা: ওয়েবসাইটের কনটেন্ট ইউনিক কিনা তা পরীক্ষার জন্য আমরা Copy Scape ব্যবহার করতে পারি।
  • কনটেন্ট সমূহের ব্যাকরণ: কনটেন্ট সমূহের ব্যাকরণ পরীক্ষার জন্য আমরা Grammarly ব্যবহার করতে পারি।

পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।

Post a Comment

 
Top