0
জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল এর সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্ট এর কিছু বুলিয়ান অবজেক্ট নিয়ে আলোচনা করব।
শুরু করার আগে বুলিয়ান অবজেক্ট প্রোপারটিস এবং বুলিয়ান অবজেক্ট মেথড গুলো ভালোভাবে বুঝে নিন।
বুলিয়ান অবজেক্টটি সত্যি না মিথ্যা এইটি যাচাই করার জন্য:
জাভাস্ক্রিপ্ট গাণিতিক মেথড গুলোর মাঝে round() মেথডটি পূর্ণসংখ্যা প্রকাশের জন্য প্রয়োগ করা হয়:
random() মেথড ব্যবহার করে শূন্য ও এক এর মাঝে একটি এলোমেলো সংখ্যা প্রকাশের জন্য প্রয়োগ করা হয়:
max() মেথড ব্যবহার করে সর্বোচ্চ মান প্রকাশের জন্য প্রয়োগ করা হয়:
min() মেথড ব্যবহার করে সর্বনিম্ন মান প্রকাশের জন্য প্রয়োগ করা হয়:

Regular এক্সপ্রেশন Expression এর সংক্ষিপ্ত রূপ হলো RegExp. RegExp অবজেক্টটি তিনটি মেথড আছে। test() মেথডটি নির্দিষ্ট একটি ভ্যালুর জন্য একটি স্ট্রিং সার্চ করে। যেমন:
exec() মেথডটি নির্দিষ্ট একটি ভ্যালুর জন্য একটি স্ট্রিং সার্চ করে। এটি প্রাপ্ত ভ্যালুর টেক্সটটিকে রিটার্ন করে। যদি মিল না পায় তবে null দেখায়। যেমন:
compile() মেথডটি RegExp টি পরিবর্তন করার জন্য ব্যবহার হয়। compile() সার্চ প্যাটার্নটি পরিবর্তন ও দ্বিতীয় পেরামিটারটি যুক্ত বা সরিয়ে দিতে পারে। যেমন:
1
2
3
4
5
6

Post a Comment

 
Top