0
জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল এর চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্ট এর কিছু গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব।
ব্রেক স্টেটমেন্টটিকে ব্রেক করবে এবং কোডটিকে কার্যকর করার কাজটি চালু রাখবে। যেমন:
কন্টিনিউ স্টেটমেন্টটি বর্তমান লুপটিকে ভাঙ্গিয়া দিবে ও পরবর্তী ভালুটির সাথে চলতে থাকবে।  উদাহরণস্বরূপ:
for…in স্টেটমেন্টটি একটি array এর এলিমেন্ট সমূহের মাঝে কিংবা একটি অবজেক্ট প্রপার্টি সমূহের মাঝে লুপ করে থাকে।
try…catch স্টেটমেন্টটি আপনাকে array এর জন্য একটি কোড ব্লককে পরীক্ষা করার সুযোগ দিবে। try ব্লকটি রান করার জন্য কোডটিকে ধারণ করে ও catch ব্লকটি কোনো ভুল হলে যে কোডটুকু প্রকাশ হবে তা ধারণ করবে।

থ্রো স্টেটমেন্টটি আপনাকে একটি একসেপশন সৃষ্টি করার সুযোগ দিবে। এই স্টেটমেন্টটিকে try…catch স্টেটমেন্ট এর সাথে একত্রিত করে ব্যবহার করলে করলে আপনি প্রোগ্রামের ভুল নিয়ন্ত্রণ ও যথাযথ এরর মেসেজ সমূহ তৈরী করতে পারবেন।
জাভাস্ক্রিপ্ট স্পেশাল ক্যারেক্টার গুলো দেখে নিতে পারেন। তাহলে কাজে সুবিধা হবে। বাসায় এই কোড গুলো ভালোভাবে চর্চা করুন। ধন্যবাদ।

Post a Comment

 
Top