0
জাভাস্ক্রিপ্ট বাংলা টিউটোরিয়াল এর নবম ও শেষ পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্ট এর অ্যানিমেশন, ইমেজ ম্যাপ, টাইমিং ইভেন্ট ও কিছু অবজেক্ট নিয়ে আলোচনা করব।
জাভাস্ক্রিপ্ট এর অ্যানিমেশন তৈরির জন্য:
জাভাস্ক্রিপ্ট এর ইমেজ ম্যাপ তৈরির জন্য:
জাভাস্ক্রিপ্ট এর টাইমিং ইভেন্ট এ ভবিষ্যতে কোনো এক সময়ে একটি কোডকে দেখানোর জন্য setTimeout() মেথড ব্যবহার করা হয়ে থাকে।
clearTimeout() মেথড:
টাইমিং ইভেন্ট ব্যবহার করে ঘড়ি তৈরি করা:
একটি অবজেক্ট এর ডাইরেক্ট ইনস্ট্যান্স তৈরি করা:
একটি অবজেক্ট এর জন্য একটি টেম্পলেট তৈরি করা:
বাসায় এই কোড গুলো ভালোভাবে চর্চা করুন। আশা করি এই নয়টি টিউটোরিয়াল ভালোভাবে চর্চা করতে পারলে জাভাস্ক্রিপ্ট এর বেসিক ধারণা পেয়ে যাবেন। ধন্যবাদ। 

বি. দ্র.: পুরো টিউটোরিয়ালটি কেমন হলো জানাতে ভুলবেন না। কারণ আপনাদের মন্তব্যই আমার একমাত্র উৎসাহের হাতিয়ার। সম্পুর্ণ ভিডিওতে আমার জানা-অজানায় অনেক ভুল হতে পারে। ভিডিওতে কোনো কথা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়ে যদি বলা হয়ে থাকে, তা নিতান্তই অনিচ্ছাকৃত। নিজ গুণে ক্ষমা করে দিবেন। কোথাও কোনো ভুল থাকলে অথবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মন্তব্য করে জানাবেন।

Post a Comment

 
Top