0
আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা পিএইচপি সিনট্যাক্স নিয়ে কিছু কথা বলবো। পিএইচপি দিয়ে শেষ হয়। পিএইচপিতে প্রতিটি কোড লাইন অবশ্যই একটি সেমিকোলন (;) দিয়ে শেষ করতে হবে। সেমিকোলনটি হলো একটি থেকে আরেকটি আলাদা করার উপায়। পিএইচপির ফলাফল প্রদর্শন করার জন্য সাধারণত echo অথবা print ব্যবহার হয়।
পিএইচপি ফাইলের এক্সটেনশন অবশ্যই .php থাকতে হবে। যদি ফাইলের এক্সটেনশন .html হয় তবে পিএইচপি কোড কাজ করবে না।
পিএইচপিতে একটি লাইনের কমেন্ট লেখার জন্য // ব্যবহার হয়। আর একাধিক লাইনের কমেন্ট লেখার জন্য /* দিয়ে শুরু করতে হয় ও */ দিয়ে শেষ করতে হয়।
পিএইচপিতে আট ধরনের ডেটা টাইপ সমর্থন করে। এগুলো হলো:
চারটি স্কেলার টাইপ:
  • Boolean: সত্য বা মিথ্যা মানের জন্য।
  • Integer: পূর্ণ সংখ্যার জন্য।
  • Float: বাস্তব সংখ্যার জন্য।
  • String: অক্ষরের জন্য।
দুটি কম্পাউন্ড টাইপ:
  • Array: একাধিক ডেটা রাখার জন্য।
  • Object: ক্লাসের ইনস্ট্যান্স ধারণের জন্য।
দুটি বিশেষ টাইপ:
  • Resource: বাইরের রিসোর্সে রেফারেন্স ধারণের জন্য।
  • Null: ভেরিয়েবলের কোনো ভ্যালু নেই সেটি প্রদর্শনের জন্য।

পিএইচপি ভেরিয়েবল: টেক্সট স্ট্রিং, সংখ্যা বা array এর মত ভ্যালুকে সংরক্ষণ করতে ভেরিয়েবল ব্যবহার করা হয়। যখন একটি ভেরিয়েবল ডিক্লিয়ার করা হয় তখন এটি স্ক্রিপ্টের ভিতর বারবার ব্যবহার করা যায়। পিএইচপির সব ভেরিয়েবল $ দিয়ে শুরু হয়।
পুরো টিউটোরিয়ালের ফাইল শেষ পর্বে জিপ করে দেওয়া হবে। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।

Post a Comment

 
Top