1
আশা করি সবাই ভালো আছেন। আগের দুইটি টিউটোরিয়াল ভালোভাবে চর্চা করে থাকলে আজকের টিউটোরিয়ালটি ভালোভাবে বুঝতে পারবেন। আজ আমরা দুটি স্ট্রিং ভ্যালুকে কিভাবে যুক্ত করতে হয় তা দেখব।
পিএইচপিতে কনক্যাটেনেশন অপারেটরটি দুটি স্ট্রিং ভ্যালুকে একত্রে বসানোর জন্য ব্যবহার করা হয়। এটির জন্য:
একটি স্ট্রিং এর দৈর্ঘ্য দেখাতে strlen() এবং একটি স্ট্রিং এ কিছু খোঁজার জন্য strpos() ব্যবহার করা হয়। যদি কোনো কিছু খুঁজে মিল পাওয়া যায় তবে ফাংশনটি প্রথম মিলটির অবস্হান দেখায়। যদি মিল না পাওয়া যায় তবে এটি FALSE দেখায়। 
পিএইচপির পরবর্তী কাজগুলো দেখার পূর্বে পিএইচপি অপারেটর গুলো একটু ভালোভাবে বুঝে নিলে আপনাদের সুবিধা হবে।
কন্ডিশনাল স্টেটমেন্ট: কোড লেখার সময় বিভিন্ন ধরনের কন্ডিশন প্রয়োগের জন্য আমরা কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ব্যবহার করে থাকি। পিএইচপিতে নিম্নলিখিত কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ব্যবহার করা হয়:
  • if স্টেটমেন্ট: নির্দিষ্ট কন্ডিশনটি সত্যি হলে কেবল তখনই কিছু কোডকে কার্যকর করার জন্য এই স্টেটমেন্ট ব্যবহার হয়ে থাকে।
  • if…else স্টেটমেন্ট: কোনো কন্ডিশন সত্যি হলে কিছু কোডকে কার্যকর করার জন্য এবং কন্ডিশন মিথ্যা হলে অন্য কোডকে কার্যকর করার জন্য এই স্টেটমেন্ট ব্যবহার হয়ে থাকে।
  • if…elseif…else স্টেটমেন্ট: অসংখ্য কোড ব্লক থেকে একটি বা একাধিক কার্যকর করার জন্য এই স্টেটমেন্ট ব্যবহার হয়ে থাকে।
  • switch স্টেটমেন্ট: অসংখ্য কোড ব্লক থেকে একটিকে কার্যকর করার জন্য এই স্টেটমেন্ট ব্যবহার হয়ে থাকে।
এই অংশটুকু ভালোভাবে চর্চা করুন। পুরো টিউটোরিয়ালের ফাইল শেষ পর্বে জিপ করে দেওয়া হবে। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।

Post a Comment

  1. This is a amazing post. This article is good . For more detail in briefly click here

    HOW TO USE OPERATOR IN PHP

    ReplyDelete

 
Top