এর আগের অংশে আমরা পোর্টফোলিও যুক্ত করা পর্যন্ত দেখেছিলাম। আজকে দেখবো
বাকী অংশ পূরণ করে কিভাবে একটি প্রোফাইলকে ১০০% সম্পূর্ণ করা যায়।
আপনার যদি কোন সার্টিফিকেট থেকে থাকে তাহলে “certificate option” এ এসে তা
যুক্ত করে দিন। অন্য কোন অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে তাহলে “other
experience section” এ এসে তা যুক্ত করে দিন।
সবার শেষে আপনাকে “odesk readiness test” দিতে হবে। এই পরীক্ষায় যদি আপনি
পাশ করেন তাহলে আপনার কাজ পাবার কোটা বেড়ে যাবে এবং প্রোফাইলও সম্পূর্ণ
হয়ে যাবে। ওডেস্ক টেস্ট না দিলে আপনি মাত্র দুটি কাজের জন্য আবেদন করতে
পারবেন। আর ওডেস্ক টেস্টে পাশ করলে দশটি কাজের জন্য আবেদন করতে পারবেন। এই
টেস্ট দিতে হবে আপনাকে ৪০ মিনিট সময়ের মধ্যে। ১১ টি প্রশ্ন থাকবে। যার
সবগুলো উত্তর সঠিকভাবে দিতে হবে। আপনাদের সুবিধার জন্য এই ভিডিওতে টেস্টের
উত্তরগুলো দেওয়া আছে। ভিডিও থেকে দেখে দেখে সঠিক উত্তরগুলো নির্বাচন করতে
পারেন।
এভাবে উপরের বর্ণনানুযায়ী কাজ করতে পারলে আপনার প্রোফাইল ১০০% সম্পূর্ণ
হতে যাবে। আর, মনে রাখবেন, ১০০% সম্পূর্ণ প্রোফাইল ই হচ্ছে দ্রুত ও ভালো
কাজ পাবার নিশ্চয়তা।
Post a Comment